কালিয়াগঞ্জ কান্ডে ধৃত ৩২ জনকে বুধবার রায়গঞ্জ আদালতে হাজির করান হলে বিচারক নয়জনকে আটদিনের পুলিশী হেফাজত এবং বাকি ২৩জনকে ১৪ দিনের জেল হাজতে পাঠিয়ে দেবার নির্দেশ দিয়েছেন। কালিয়াগঞ্জ থানার তদন্তকারি অফিসার ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য মামলা দায়ের করেছে।
সূত্রের খবর, মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে কিশোরী হত্যার প্রতিবাদে রাজবংশী তপসিলি এবং আদিবাসি সমন্বয় কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ থানায় স্মারকলিপি দেবার কথা ছিল।মিছিল করে থানার সামনে আসতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধার প্রতিবাদে পাল্টা ইটপাটকেল ছোড়ে।পুলিশ জলকামান,কাঁদানে গ্যাসের সেল ফাঁটিয়ে ছত্রভঙ্গ করতে চাইলেও আন্দোলনকারিরা পিছু হটে নি। আন্দোলনকারিরা পুলিশকে মারধোর করা ছাড়াও থানায় ঢুকে পুলিশের সিজ করা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও পুলিশ কোয়াটারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ থানা চত্বর রনক্ষেত্রের চেহারা নিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পর পুলিশ অভিযুক্তদের ধরপাকর শুরু করে। পুলিশ মোট ৩২জনকে গ্রেফতার করেছিল।ধৃতদের বুধবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে বিচারক নয়জনকে আটদিনের পুলিশী হেফাজত এবং বাকি ২৩ জনকে ১৪ দিনের জেলা হাজতে পাঠিয়ে দেবার নির্দেশ দিয়েছেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।