Uttar Dinajpur : তৃণমূলের প্রার্থী খুন চাকুলিয়ায়

আরও পড়ুন

বুথ চত্বরে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল তৃণমূল কংগ্রেস প্রার্থী মহম্মদ শাহেনশার। আহত হয়েছেন উভয়পক্ষের আরও ১৫ জন। জেলা প্রশাসনসূত্রে জানা গিয়েছে, মৃত ওই তৃণমূল কংগ্রেস প্রার্থী মহম্মদ শাহেনশা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের ১৯২ নম্বর বুথে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাকুলিয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহম্মদ শাহেনশাকে কিষাণগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রশাসনিক সূত্রের খবর, উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের বাসিন্দা মহম্মদ শাহেনশা এবারের পঞ্চায়েত নির্বাচন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন। সকাল থেকে ওই এলাকায় ভোট ঠিক মতোই চলছিল। ভেবরা গ্রামের ১৯২ নম্বর বুথে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ শাহেনশা বুথে পৌঁছতেই কংগ্রেস কর্মীদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন। কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো আস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মহম্মদ শাহেনশা। রক্তাপ্লুত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। তড়িঘড়ি প্রথমে তাকে চাকুলিয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মহম্মদ শাহেনশার অবস্থা অবনতি হওয়ায় তাকে প্রতিবেশী বিহারের কিষাণগঞ্জ মেডিকেল-এ নিয়ে গেলে মৃত্যু নিশ্চিত হয়। ময়নাতদন্তের জন্য কিষাণগঞ্জ মেডিকেল কলেজ থেকে ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের কারন খতিয়ে দেখছে পুলিশ।

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close