Uttar Dinajpur : তৃণমূল প্রার্থী খুনের ঘটনায় গ্রেফতার ২

আরও পড়ুন

নির্বাচনের দিন খুন হয়েছিলেন তৃণমূল প্রার্থী মহম্মদ শাহেনশা। সেই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে চাকুলিয়া থানার পুলিশ। শুক্রবার বিমানে করে বেঙ্গালুরুর অশোকনগর থেকে ধৃত ১ জনকে চাকুলিয়ায় আনা হয়। এই ঘটনায় জড়িত আর এক অভিযুক্তকে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত আরও ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, ওই দুই অভিযুক্তের নাম মহম্মদ সাজিদ আনোয়ার, বয়স ৪৫ বছর এবং মহম্মদ কামরুল, বয়স ৪০ বছর। ভোটের দিন মহম্মদ শাহেনশাকে বুথ চত্বরে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেদিন তৃণমূল যুব নেতা শাহেনশার কোনও দোষ ছিল না। শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য তিনি মানুষের কাছে আবেদন করছিলেন। তার কিছুক্ষণ পরই ভোটারদের লাইন সোজা করা নিয়ে দু’পক্ষের মধ্যে গোলমালের সৃষ্টি হয়। ওই তৃণমূল প্রার্থী তাদের থামাতে গেলে তাদের মধ্যে বচসা শুরু হয়। সেই সময় কিছু দুষ্কৃতী তার মাথায় ধারাল অস্ত্রের সাহায্যে আঘাত করে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। যার জেরে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এই ঘটনার সঙ্গে জড়িত দুই মূল পান্ডাকে শুক্রবার গ্রেফতার করা হয়। পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে এই দু’জনের খোঁজ পাওয়া যায়। ধৃতদের পুলিশ হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ফোর্টিন টাইমলাইন, চাকুলিয়া, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close