Uttar Dinajpur : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারকে সাফল্যমণ্ডিতর উদ্দেশে তৃণমূল সভা

আরও পড়ুন

বুধবার রায়গঞ্জ বিধান মঞ্চে তৃণমূল কংগ্রেসের একটি সভার আয়োজন করা হয়। আগামী ১ মে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে আসছেন। সেই সভা তথা “নব জোয়ার”-কে সাফল্যমণ্ডিত করার উদ্দেশে এদিনের এই সভার আয়োজন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পুরসভার বোর্ড অফ এডমিনিস্ট্রেটর এর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, উপ-পুরপ্রশাসক অরিন্দম সরকার-সহ শাখা সংগঠনের নেতৃত্ব বর্গরা। এছাড়াও উপষ্ঠি ছিলেন স্থানীয় এলাকার বিভিন্ন কো-অর্ডিনেটর, পঞ্চায়েত সমিতির সভাপতি, বিভিন্ন অঞ্চল প্রধান প্রমুখও। এক কথায় জেলা স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সকলে উপস্থিত হয়ে একসঙ্গে আগামী ১ মে নব জন জোয়ার-কে সাফল্যমণ্ডিত করার বার্তা তুলে ধরেন। নব জোয়ার পরিণত হবে জন জোয়ারে, বলেন রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

উল্লেখ্য, রায়গঞ্জে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই প্রস্তুতি সভাগুলিতে নজর রাখলেই বোঝা যাচ্ছে, সেদিন তিল ধারণের জায়গা থাকবে না বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল।

রায়গঞ্জের বিধানমঞ্চ থেকে প্রবল সাহার রিপোর্টি, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close