কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে ২৫ ও ২৬ জুলাই, দু’দিনের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘিতে। সেই মতো ২৫ জুলাই, মঙ্গলবার সকালে একটি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। বলরামপুর কলেজ মোড় থেকে টুঙ্গিদিঘি পর্যন্ত এই দৌড়ে ১৩৫ জন তরুণ ও তরুণী অংশগ্রহণ করেন। এছাড়াও স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে স্থানীয় যুবকরা টুঙ্গিদিঘি বাজার সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চালায়।
একইসঙ্গে দু’দিনের এই অনুষ্ঠানে মোদি সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা, সুশাসন ও গরিব কল্যাণের ৯ বছর’ বিষয়ক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে বিগত ন’বছরে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হয়েছে। সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেগুলির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সুবিধা পেতে পারে তা তুলে ধরা হয়েছে। এছাড়াও ছোটদের জন্য বসে আঁকো, দেশাত্মোধক সঙ্গীতে নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো, ক্ষেত্রীয় কার্যালয়, রায়গঞ্জ এর ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায়।
ফোর্টিন টাইমলাইন, টুঙ্গিদিঘি, উত্তর দিনাজপুর।