Uttar Dinajpur : স্ত্রী-র দাবি মতো ক্ষতিপূরণে অপারগ স্বামী নির্মমভাবে প্রহৃত

আরও পড়ুন

স্বামী-স্ত্রী-র বিবাদ মেটানোর জন্য স্বামীকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইটাহারের নমুনিয়ার দক্ষিণ পাড়ায়। তাকে মারধর করে একটি ঘরে আটকেও রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এমন ঘটনার খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্বশুরবাড়ির হাত থেকে আক্রান্ত ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এনে ভর্তি করেছে।

সূত্রের খবর, আক্রান্ত ওই ব্যক্তির নাম মাশরিকুল রহমান, বয়স ২২ বছর। বছর তিনেক আগে স্থানীয় উত্তরপাড়ায় তার বিয়ে হয়। দু’বছর পর তাদের একটি সন্তানও জন্মগ্রহণ করে। তবে, তারপর থেকে স্বামী-স্ত্রী-র মধ্যে গোলমালের সূত্রপাত। থানায় অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। মঙ্গলবার মাশরিকুলকে তার বাড়ি থেকে ২ কিমি দূরে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হয় এবং একটি ঘরে তাকে তালাবন্ধ করে আটক রাখে শ্বশুরবাড়ির লোকেরা বলে অভিযোগ। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।

অন্যদিকে এবিষয়ে আক্রান্ত ব্যক্তির বাবা আকবর আলি জানান, মেয়েটি আর তার শ্বশুরবাড়িতে থাকতে রাজি না হলেও তার শ্বশুরমশাই তাকে সেখানে থাকতে দিতে রাজি হয়। মেয়েটির বাপেরবাড়ি থেকে ক্ষতিপূরণ বাবদ দু’লক্ষ ২০ হাজার টাকা দাবি করে। মেয়ের শ্বশুরবাড়ির সোজাসাপ্টা জবাব ছিল- মেয়েটি যদি তার শ্বশুরবাড়িতে থাকে না চায় সেক্ষেত্রে তার টাকা দিতে পারবে না, বিয়ের জন্য তারা যা সামগ্রী দিয়েছিল সবটাই ফেরত দিতে হবে।

এলাকাবাসীর বক্তব্য, এমন ঘটনার পরে দুটি পরিবারের মধ্যে দূরত্ব যে বৃদ্ধি পাবে তাতে কোনও সন্দেহ নেই।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close