Uttar Dinajpur : কালবৈশাখীর দাপটে দিনেই অন্ধকার নামল শহরে

আরও পড়ুন

কালবৈশাখীর দাপটে দিনের বেলাতেই অন্ধকার নেমে এল রায়গঞ্জ শহরে। সঙ্গে ঝোড়ো হাওয়া, ছিল ইলশেগুঁড়ি বৃষ্টিও। তবে হাওয়া দীর্ঘস্থায়ী হয়নি। মঙ্গলবার বেলা ১২টা নাগাদ কালো মেঘে ঢেকে যায় রায়গঞ্জ শহর। দিনের বেলায় অন্ধকার নেমে আসায় গাড়ি চলাচলের সময় হেড লাইট জ্বালাতে হয়। বেশ কিছুক্ষণ যাবত আকাশের মুখ ছিল ভার।

উল্লেখ্য , মঙ্গলবার বেলা বারোটা। কালো মেঘে ঢেকে যায় রায়গঞ্জ শহর ও তার আশপাশ এলাকা। আচমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় পথ চলতি মানুষকে রাস্তার ধারে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয়। ঝড়ের দাপট ক্ষণিকের জন্য অব্যাহত থাকায় রায়গঞ্জ শহরে বেশ কিছু এলাকায় বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভেঙ্গে পড়ে গাছের ডালও। তবে এখন ঝড় বৃষ্টি দেখলেই মানুষ আতঙ্কে থাকছেন- ‘ কখন কি হয়’।

রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close