ইট বোঝাই ট্রাক্টর ও লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যুহয়েছে১ জনের, জখমের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় জাতীয় সড়কের ওপর।
সূত্রের খবর , নিহত ওই ব্যক্তির নাম মহম্মদ সামসুল। বয়স আনুমানিক ৩৪ বছর। জানা গেছে- তিনি বিহারের বাসিন্দা। করতেন শ্রমিকের কাজ । শনিবার ইট ভাটা থেকে ট্রাক্টর বোঝাই করে ইট নিয়ে যাওয়ার সময় মনোরা এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় একটি লরি ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ সামসুল নামে ওই শ্রমিকের। ঘটনায় জখম হয় আরও দুইজন। স্থানীয়রা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যান। ইতিমধ্যেই খবর দেয়া হয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। এরপরই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ।
উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।