বুধবার বিকেলে একটি ভ্যাটোকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি ছোট চাকার গাড়ি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সরিয়াবাদে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যাটোর চালক-সহ ২ ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে রায়গঞ্জ থানার সীমান্ত লাগোয়া ভাটোল থেকে বিন্দোলের দিকে ফিরছিল একটি ভ্যাটো ও একটি ছোট চার চাকার গাড়ি। জনবসতিহীন সরিয়াবাদের কাছে এলে চলন্ত ভ্যাটোকে ওভারটেক করতে যায় ওই ছোট চাকার গাড়িটি। সেই সময় ছোট গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ভ্যাটোকে। মূহুর্তে রাস্তায় উল্টে যায় ভ্যাটো-টি সেইসঙ্গে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যায় নয়ানজুলিতে। দুর্ঘটনার শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করা হয় ছোটো চাকার গাড়িতে আটকে পড়া যাত্রীদের।
রায়গঞ্জের সরিয়াবাদ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।