পারিবারক বিবাদের জেরে আহত তিন জন।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার উত্তর চোনাগ্রা গ্রামে। আহতদের করণদিঘি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রের খবর ,উত্তর চোনাগ্রা গ্রামের বাসিন্দা লাল মহম্মদে বড় ছেলের সঙ্গে বেশ কিছুদিন যাবদ বিবাদ চলছিল। তার বড় ছেলে আব্দুল হাফিজ কাকা এবং ভাইদের বিষয়টি জানায়।বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে লাল মহম্মদের দাদা ইদু মহম্মদ এবং তার ছেলেরা তাকে এলোপাথারি মারধোর শুরু করে। তাকে বাঁচাতে এসে আক্রান্ত হন তার স্ত্রী মাসিয়া বিবি এবং ছোট ছেলে আব্দুল আজিজ। তাদের লোহার রড দিয়ে মারধোর করা হয় বলে অভিযোগ। আহত তিনজনকেই করণদিঘি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।
উত্তরদিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।