হাইকোর্টের নির্দেশে প্রায় তিন মাস আগে ২০১৭ সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় । তারপর প্রায় ১৮ দিন পূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মত তাদের শর্তসাপেক্ষে বিদ্যালয়ে পুনর্বহান করার নির্দেশ আসে। কিন্তু উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা সংসদে চেয়ারম্যান না থাকায় ও ডি আই এর অকস্মাৎ প্রয়াণে থমকে যায় তাদের জয়েনিং প্রক্রিয়া। মঙ্গলবার জেলা প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শক যোগদানের পর সেই জট কেটে যায়। আজ, বুধবার জেলার ৩৭ জন শিক্ষকই নিযুক্তিপত্র হাতে পেলেন। সমস্ত সার্কেলের এসআই দেরও নির্দেশিকা দেওয়া হয়েছে আগামীকাল, বৃহস্পতিবার থেকে তাদেরকে নিজ নিজ বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যদিও বিচারাধীন বিষয় বলে শিক্ষক বা সংসদের কেউ কোনও বক্তব্য রাখতে চাননি। এই সম্পর্কে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান কি জানিয়েছেন শুনুন –
রায়গঞ্জের কর্ণজোড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।