শনিবার সারদা শিশু তীর্থের ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ বিদ্যামন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হল।
সূত্রের খবর, ভারত মায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই অনুষ্ঠানের লক্ষ্য বিদ্যালয়ের প্রাত: ও দিবা বিভাগের ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি একসাথে চলা। এরপর ক্ষুদে শিক্ষার্থীদের সমবেত নৃত্যে অনুষ্ঠান এগোতে থাকে। ড্রাম বাজিয়ে সম্পূর্ণ মাঠ পরিক্রমা করেন ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ 2 বছর পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হওয়ায় যারপরনাই উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। নৃত্যে মাঠ পরিক্রমায় প্রতিটি পদক্ষেপ বলে দিচ্ছিল পড়ুয়ারা কতটা আনন্দিত। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল,সারদা শিশু তীর্থের সভাপতি অমল বিশ্বাস, সম্পাদক জয় গুরু রায়, বিদ্যালয়ের প্রধান আচার্য শান্তনু সেন, অন্যান্য বিশিষ্টজন, আচার্য, সহ অভিভাবকেরাও। এ ধরণের একটি ক্রিয়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভূত বিদ্যালয়ের আচার্যরাও।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা