কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব এবং একটি লোহার রড প্রস্তুতকারক সংস্থার উদ্যোগে এবং রীতিকা ট্রেডিংয়ের সৌজন্যে রবিবার পানিশালায় অনুষ্ঠিত হল একদিনের এক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। পানিশালা, ভাটোল, করণদিঘি, চাঁচল, রায়গঞ্জ প্রভৃতি অঞ্চল থেকে বহু মানুষ এদিনের শিবিরে যোগ দেন। দূরদূরান্ত থেকে আসা অসুস্থ রোগীরা এই শিবিরে এসে ভীষণ খুশি, তাদের জন্য স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা ছাড়াও ছিল দুপুরের খাবার ব্যবস্থা। প্রথমবার এমন শিবিরে চোখ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য এসেছেন বহু মানুষ। তাদের মধ্যে গোবিন্দ বর্মন বলেন, আমার বাড়ি রায়গঞ্জের বোগ্রামে। ভিক্ষা করে জীবন চালাই। চোখে ছানি পড়েছে বুঝতে পারছি। তাই চোখের ছানি অপারেশনের জন্য এখানে এসেছি। মল্লিক পুরের বাসিন্দা মোজাম্মেল হক ক্ষীণ দৃষ্টি শক্তিতে ভুগছেন। তিনি বলেন, বহুদিন ধরে চোখে কম দেখছি। শুনেছি এখানে ভালো চিকিৎসা হয়। এছাড়াও শিলিগুড়ি থেকে ছানি অপারেশন করিয়ে আনে, তাই এসেছি। জানা গেছে, এদিন এই শিবিরে চক্ষু পরীক্ষার পাশাপাশি রায়গঞ্জের জীবনরেখা নামক একটি বেসরকারি হাসপাতালের সহয়তায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হয়। শিবিরের আয়োজন করতে পেরে ভীষণ খুশি উদ্যোক্তারা। উদ্যোক্তাদের পক্ষে গোপাল প্রসাদ বলেন, এই চক্ষু পরীক্ষা শিবির আমাদের পঞ্চম বর্ষ। আমরা গরীব ও দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এমন কর্মসূচি নিয়মিত পালন করি। এবছর ৬০০ মত মানুষের চিকিৎসা পরিষেবা দিতে পারব বলে মনে হচ্ছে। এদিনের শিবিরে রীতিকা ট্রেডিংয়ের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ শান্তনু দাস, ওয়েষ্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু, রায়গঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের একাধিক সদস্য সদস্যা।
উত্তর দিনাজপুরের পানিশালা থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।