Uttar Dinajpur: ভিক্টরকে দেখেই নেতা-কর্মীদের যোগদানের হিড়িক যুব কংগ্রেসে

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় যুব কংগ্রেসের যোগদানের হিড়িক অব্যাহত। যুব কংগ্রেসের যোগদান সভা অনুষ্ঠিত হল শনিবার চাকুলিয়ার রমজান আলি ভবন প্রাঙ্গনে। এদিন কংগ্রেস নেতা আলি ইমরান রমজ ওরফে ভিক্টর অন্য দল থেকে আশা নেতাকর্মীদের হাতে যুব কংগ্রেসের ঝান্ডা তুলে দেন। পরে ভিক্টর বলেন, চাকুলিয়ার তড়িয়াল,বেলন গ্রাম পঞ্চায়েত থেকে শতাধিক নেতা, কর্মী বিভিন্ন দল ছেড়ে যুব কংগ্রেসে যোগদান করেন। তিনি আরও বলেন, শহীদ ক্ষুদিরাম বসু যেমন দেশের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে শহীদ হয়েছিলেন অল্প বয়সে তখন তিনি যুবক ছিলেন । এদিন এই সভায় যুবকদের এগিয়ে আসতে আবেদন জানান। উপস্থিত ছিলেন ভিক্টর-সহ সেতাবুদ্দিন ওরফে মুন্না একরামুল হক, মহসিন রহমানী, মুক্তার আলম, মিনহাজ রহমত, জেলার যুব কংগ্রেসের সভাপতি মতিউর রহমান-সহ স্থানীয় যুব কংগ্রেস নেতৃত্ব। সভাশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান আলি রমজ ওরফে ভিক্টর।

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close