মানুষকে মিথ্যে কথা বলে মেলা কমিটির নাম ভাঙ্গিয়ে পার্কিং বাবদ মোটা টাকা তুলছে একদল মানুষ। শুক্রবার সকালে বুদ্ধ পূর্ণিমার দিন হাঁসুয়া-র সমাধি মঠে স্বামীনাথের মেলা প্রাঙ্গণে হাজির হয়ে এমনই অব্যবস্থা প্রত্যক্ষ করা গেল। পার্কিং ফি আদায় করছেন মেলা কমিটির নির্দেশেই বলে জানিয়েছেন আদায়কারীরা। অথচ কমিটির সঙ্গে কথা বললে তারা জানান- পার্কিং ব্যবস্থা আদায়কারীরা নিজেরাই করেছেন। সেখানে স্বামীনাথ মেলা কমিটির কোন সংযোগ নেই। স্থানীয় বাসিন্দারা উদ্যোগী হয়ে ওই ‘পার্কিং লট ‘গড়েছেন। কার্যত মেলা মুখে পার্কিং বলে মানুষকে টেনে নিয়ে গিয়ে যথেচ্ছভাবে অর্থ রোজগার করছেন ওই যুবকেরা বলে অভিযোগ। মোটরবাইক ২০ টাকা, টোটো ৩০ টাকা, চারচাকাপিছু ৫০ টাকা করে তোলা হচ্ছে। অন্যান্য পার্কিং ব্যবস্থায় মোটরবাইক ১০ টাকা, টোটো ২০টাকা, চার-চাকা ৩০ টাকা। তবে তারা জোর করে তাদের পার্কিং গেটের সামনে দাঁড়িয়ে জোর করে মানুষের গাড়ি ঢোকাচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সামনে পার্কিং ব্যবস্থা থাকলেও তাদের দিকে যেতে দিচ্ছেন না ওই যুবকেরা বলে আরও অভিযোগ। মেলার মুখে পার্কিং লট বানানো আদায়কারীদের কাছে প্রশ্ন করলে তারা বলেন,তারা বলেন – মেলা কমিটি-ই নাকি পার্কিং ফি নির্ধারণ করে দিয়েছে। অন্যদিকে মেলা কমিটির কাছে গিয়ে প্রশ্ন করলে মেলার আয়োজকরা বলেন, এরা এলাকার যুবক প্রতিবাদ করলেই সমস্যা বাঁধাবে। তাই তারা এব্যাপারে কোনও রকম মন্তব্য মন্তব্যে যেতে নারাজ।
যেহেতু মোটরবাইকের পার্কিং ফি ২০ টাকায় বেঁধে দিয়েছে অর্থ আদায়কারীরা, যা নিয়ে ইতিমধ্যেই চটেছেন মেলায় আসা অসংখ্য মানুষ।
ইটাহারের স্বামীনাথের মেলার পার্কিং লট ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।