বিশ্ব প্রতিবন্ধী দিবসকে মাথায় রেখে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্টস, কমার্স ও আইন বিভাগের ডিন দীপক কুমার রায়, অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, প্রশান্ত মহল্লা, এন এস এস এর প্রোগ্রাম অফিসার তথা অধ্যাপক মিরাজুল হাসান, এন এস এসের কো-অর্ডিনেটর মহ: রবিউল ইসলাম প্রমূখ। এদিন বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে প্রথমে একটি রেলি করা হয় রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে ঘড়ি মোড় পর্যন্ত। এরপরে মূল অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম শিশু সৌমাল্য ধরের গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।