বৃহস্পতিবার ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে সচেতনতার বার্তা পৌঁছে দিতে রায়গঞ্জে অনুষ্ঠিত হল পদযাত্রা। এদিন সকালে রায়গঞ্জ রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়। এতে অংশ নিয়েছিল সরকারি আধিকারিক থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন বেসরকারি নার্সিং ইনস্টিটিউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। স্থানীয় চতুর্থ সশস্ত্র আরক্ষা বাহিনীর ব্যান্ড সহযোগে এই পদযাত্রা শেষ হয় ক্যারিটাসে গিয়ে। সেখানে আয়োজিত হয় একটি সেমিনার। গর্ভবতী মহিলা ও সাধারণ মানুষের মধ্যে এইডস রোগ নির্মূলে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এইডস কন্ট্রোল আধিকারিক অমর্ত্য পাল, সুকোমল বাড়ই-সহ অন্যান্যরা।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।