পঞ্চায়েত নির্বাচনের উত্তর দিনাজপুর জেলায় বিজেপি দলে ভাঙন। শক্তিশালী কংগ্রেস। দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লড়াকু বিজেপি নেতা অশোক রায়। বৃহস্পতিবার এক বিশাল জনসভার মধ্য দিয়ে অশোক রায় কংগ্রেসে যোগ দিলেন। অশোক রায় কংগ্রেসে যোগ দিলেও তাকে আমল দিচ্ছেন না চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তার অভিযোগ, ভোট এলেই কিছু টাকার লোভে তিনি দল পরিবর্তন করেন। গত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সামনে পঞ্চায়েত ভোট। আবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন।
উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এই জেলার কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির জেলা হিসেবে পরিচিত। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কংগ্রেস দল ক্ষমতা হারাতে থাকে।অধিকাংশ কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ায় কংগ্রেস অস্তিত্ব প্রায় হারাতে বসেছিল। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তণ বিধায়ক মোহিত সেনগুপ্ত কংগ্রেসের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন। বাম জমানায় চোপড়া ব্লকে সিপিএমের বিরুদ্ধে একাই লড়াই করেছেন অশোক রায়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরও তিনি কংগ্রেসে থেকে গেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে বাম-কংগ্রেস যৌথভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু গত বিধানসভা নির্বাচনের আগে অশোক রায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।সংখ্যালঘু এলাকা হিসেবে পরিচিত চোপড়া ব্লক। অশোক রায় বিজেপিতে গেলেও তিনি সংগঠনকে শক্তিশালী করতে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি চাকুলিয়ার প্রাক্তন ফরয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজ ফিরয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার পরই কংগ্রেসে নতুন করে শক্তি বৃদ্ধি হতে শুরু করে। ইতিমধ্যেই বাম আমলের প্রাক্তণ মন্ত্রী হাফিজ আলম সাইরানি সহ বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চায়েত নির্বাচনের আগে দলত্যাগ করেন, এবার অশোক রায় সরে আসায় উত্তর দিনাজপুর জেলায় বিজেপি দলে বড়সড় ভাঙন দেখা দিল। দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লড়াকু বিজেপি নেতা অশোক রায়। বৃহস্পতিবার এক বিশাল জনসভার মধ্যে দিয়ে অশোক রায় কংগ্রেসে যোগ দিলেন। অশোক রায় কংগ্রেসে যোগ দিলেও তাকে আমল দিচ্ছেন না চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তার অভিযোগ, ভোট এলেই কিছু টাকার লোভে তিনি দল পরিবর্তন করেন। গত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সামনে পঞ্চায়েত ভোট। আবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন।
বৃহস্পতিবার এই জনসভাকে মেগা জনসভা হিসেবে প্রচার করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল জনসভায় পাঁচশোর বেশী লোক হয় নি। কংগ্রেসের এই যোগদান সভায় অংশ নিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে দীপা দাশমুন্সি পরাজিত হওয়ার পর খুব কমই রায়গঞ্জমুখী হয়েছেন। ভিক্টর কংগ্রেসে যোগ দেওয়ার পরই দীপা দাসমুন্সিও জেলা রাজনীতিতে অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার চোপড়ার জনসভায় জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সদ্য কংগ্রেস যোগ দেওয়া আলি ইমরান রমজ ওরফে ভিক্টর সহ দীপা দাশমুন্সি অংশ নিয়েছিলেন। অশোক রায়কে কংগ্রেসের পতাকা তুলে দেন আলি ইমরান রমজ। তিনি জানান, অশোক রায় একজন লড়াকু নেতা হিসেবে পরিচিত। তিনি বাম আমলে লড়াই করেছেন। তার হাত দিয়ে আজ কংগ্রেস দলের পতাকা অশোকবাবুর হাতে তুলে দিতে গর্ববোধ করছেন। অশোকবাবু কংগ্রেসে যোগ দেওয়ায় চোপড়া তথা উত্তর দিনাজপুরে কংগ্রেস অনেক বেশী শক্তিশালী হল।
উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।