রায়গঞ্জ মাহেশ্বরী সভা ও মাহেশ্বরী মহিলা মণ্ডলের যৌথ উদ্যোগে সোমবার রায়গঞ্জে মারওয়াড়ি ভবনে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, মাহেশ্বরী সমাজের বিশেষ দিন হিসাবে পরিচিত মহেশ নবমী ছিল সোমবার। এই তিথি উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নরেশ মুন্দ্রা, চেয়ারম্যান ছগনলাল লাডডা,সম্পাদক অমর মুন্দ্রা,অশোক বলদেও প্রমূখ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী ১৮ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রদীপ কল্যাণী। এদিন প্রদীপ কল্যাণীও স্বেচ্ছায় রক্তদান করেন। ৪৫ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।