রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ডে মোমবাতি জ্বেলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মতিথি পালন করল রায়গঞ্জ পুরসভা। এদিন পুরসভার পক্ষ থেকে পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুর-প্রশাসক অরিন্দম সরকার, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কো- অর্ডিনেটর- রায়গঞ্জ কালচারাল ফোরামের কর্মকর্তা-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার রাতে রায়গঞ্জের পুর বাসস্ট্যান্ড থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা ।