Uttar Dinajpur: প্রতি জেলায় দুর্নীতিরোধে অফিস গড়ার কথা ভাবছে সিবিআই ! দুর্ভাগ্য রাজ্যবাসীর, বললেন অধীর

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের প্রতি জেলায় যেখানে শিল্প কলকারখানা গড়ার কথা, সেখানে দুর্নীতি রুখতে এরাজ্যের প্রতিটি জেলায় একটি করে দুর্নীতি বন্ধ করার অফিস গড়ার কথা ভাবছে সি বি আই। শনিবার চাকুলিয়া এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আসন্ন পঞ্চায়েত ভোটে নীচুতলায় সিপিএম কংগ্রেস জোট করে ভোটে লড়লে রাজ্য কংগ্রেস তার আপত্তি জানাবে না। শনিবার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার শিরশী হাইমাদ্রাসা ময়দানে এক বিশাল জনসভায় অংশ নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিনের জনসভায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি সেতাবুদ্দিন মুন্না-সহ বহু তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা অধীরবাবুর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবই দিদির হাতে। প্রশাসন পঞ্চায়েত ভোট প্রভাবিত করতে চাইলেও রাজ্যের প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানাবে। বিগত ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট করেছিল ২০২৩ সালে সেভাবে ভোট করাতে পারবে না। অধীরবাবু জানান, গত বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস জোট করে ভোটে লড়েছিল। ভোটের ভোট সিপিএম সেই জোট ভেঙে বেরিয়ে গেছে। পঞ্চায়েত ভোট সামনে এলেও সিপিএমের সঙ্গে জোট গড়ার কোনও আলোচনা হয়নি। তবে নীচুতলায় সিপিএম, কংগ্রেস জোট করে তৃণমূল কংগ্রেস লড়াই করলে রাজ্য কংগ্রেস সেই জোটে আপত্তি করবে না।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদ জেলার ১৩ জন প্রাথমিক শিক্ষা দফতরের ১৩ জন অবর বিদ্যালয় পরিদর্শককে সি বি আই-এর তলব প্রসঙ্গে প্রদেশ সভাপতি জানান, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে চরম দুর্নীতি হয়েছে। সি বি আই এই দুর্নীতির তদন্তে জেলায় জেলায় শাখা অফিস খোলার কথা ভাবছে। রাজ্যের মানুষের দুর্ভাগ্য যেখানে জেলায় জেলায় শিল্প হবার কথা ছিল সেখানে সি বি আই শাখা অফিস খুলছে!

উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close