শনিবার উকিলপাড়ায় ব্রহ্মাকুমারীজের ২১ দিনব্যাপী যোগ তপস্যার সমাপ্তি দিবস অনুষ্ঠিত হল।
সূত্রের খবর, ১ তারিখ থেকে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। বিশ্ব শান্তি ও নির্মল বিশ্ব বানানোর লক্ষ্যেএই যোগ তপস্যার আয়োজন। ভয়ঙ্কর ঠান্ডা ও প্রকৃতির শত প্রতিকূলতা সত্ত্বেও অনেক ব্রহ্মাকুমারীজ সদস্য সদস্যাগণ প্রতিদিন সকাল ছ’টা থেকে এই যোগ তপস্যায় অংশগ্রহণ করেন।শনিবার এই সমাপ্তি দিবসে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্রহ্মা-কুমারীদের মুখ্য সঞ্চালিকা বি কে দিপালী, সংস্থার হেডকোয়াটার রাজস্থান মাউন্ট আবু থেকে আগত ডাঃ বি কে শ্যামসুন্দর গাঙ্গুলি। এছাড়াও এদিন জম্মু কাশ্মীর থেকে উপস্থিত ছিলেন বি কে প্রদীপভাই, চন্দননগর থেকে বিকে কিংশুক ভাই। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বি কে উষাদি, বি কে সুব্রতভাই, বি কে অভিজিৎভাই , বি কে বিশ্বজিৎভাই, বি কে উৎপলভাই, বি কে সুনিতাদি, পার্থপ্রতিম অধিকারী প্রমুখ। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার জন্য মানব জীবনে আধ্যাত্মিকতা প্রয়োগের ব্যাপারে আলোচনা করেন ডক্টর শ্যামসুন্দর ভাইজি। সংস্থার পক্ষ থেকে স্থানীয় রাজযোগ সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা বি কে ঊষা সকল অতিথিবর্গদের বরন করে নেন ও সকলকে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট,টাইমস ফোর্টিন বাংলা