ক্রেতারা যেন জিনিসপত্র কিনতে গিয়ে না ঠকেন, সেজন্য এবার উত্তর দিনাজপুর জেলার লোকসংস্কৃতির শিল্পীদের হাত ধরল জেলা ক্রেতা সুরক্ষা দফতর ।
সূত্রের খবর ,বুধবার দুপুরে কালিয়াগঞ্জের কুনোইর কে সি হাই স্কুল ও তরঙ্গপুর হাই স্কুলে দেখা গেল গমীরা শিল্পীদেরকে নানা ভাবে ক্রেতা সুরক্ষার পাঠ দিতে। এতে উপস্থিত ছিলেন ছিলেন গমীরা শিল্পের গবেষক ড. অভিজিৎ চৌধুরী ও জেলা আধিকারিক অসীম মন্ডল ও ওই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ সরকার।
উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।