Uttar Dinajpur : স্কুল খুললেই সমাবর্তন উৎসব, বিদ্যালয় প্রধানদের নিয়ে সভা

আরও পড়ুন

ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা করা হল ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ইটাহার চক্র ও উত্তর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক দফতরের উদ্যোগে বিডিও অফিস প্রাঙ্গণের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মূলত, নতুন শিক্ষা বর্ষে শিক্ষার মান উন্নয়ন ও পড়ুয়াদের সার্বিক বিকাশের লক্ষে শ্রেনী ভিত্তিক হাউস তৈরি, বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান, শিশু সংসদ তৈরি, জয় হিন্দ বাহিনী তৈরি, আনন্দ পরিসর স্থাপনা, পড়াশোনার পরিবেশ তৈরি সহ একাধিক কর্মসূচি গ্রহন করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সেই সমস্ত নির্দেশিকা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্কুল কর্তৃপক্ষকে অবগত করতে ইটাহার ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন বলে জানান অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস, ইটাহার উত্তর চক্র অবর বিদ্যালয় পরিদর্শক অঙ্কিতা দাস সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুল গুলিতে এর প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে জানালেন প্রধান শিক্ষকেরা।

উত্তর দিনাজপুরের ইটাহার থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close