Uttar DInajpur : উষ্ণায়নের সচেতনতা বাড়াতে দম্পতির সাইকেলে ভ্রমণ

আরও পড়ুন

সুদূর হুগলি জেলার চুঁচুড়া থেকে সাইকেল নিয়ে বেড়িয়েছেন বিশ্বাস দম্পতি। উদ্দেশ্য বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচতে বেশি করে গাছ লাগানো, সবুজ কে বাঁচানোর বার্তা কে তুলে ধরা। উষ্ণায়নের সচেতনতা বাড়ানোই তাদের লক্ষ্য। বেশি করে গাছ লাগানোর ব্রত নিয়েছেন ওই দম্পতি।

প্রসঙ্গত বিশ্বাস দম্পতি তাদের “ইচ্ছেডানা” য় চেপে বেরিয়ে পড়েছেন তাদের লক্ষ্যে। তাদের গন্তব্য শিলিগুড়ি হয়ে আসাম সহ উত্তর পূর্ব ভারত। ২৮ এপ্রিল চুঁচুড়া থেকে বেরিয়ে গতকাল রাতে তারা পৌঁছেছেন রায়গঞ্জে। জানা গেছে ,রাতে ছিলেন চন্ডীতলা নিবাসী সুশান্ত পোদ্দারের বাড়িতে। শনিবার সকালে তারা উনার বাড়ি থেকে “ইচ্ছেডানা” য় চেপে এগিয়ে চলেন নিজেদের গন্তব্যে। যেখানে যাচ্ছেন মানুষজন ভীড় জমিয়েছেন দুই সিট বিশিষ্ট সাইকেল ও তার আরোহী দের দেখতে। বিভিন্ন জায়গায় থেমে তারা জনসাধারণ কে বোঝাচ্ছেন প্রকৃতি কে বাঁচাতে, বেশি করে গাছ লাগাতে, ভালোবাসার বন্ধনে সকল কে নিয়ে এগোতে। প্রদীপ বিশ্বাস জানিয়েছেন সুন্দর এই দেশ কে দেখার ও জানার উদ্দেশ্যে ভারতবর্ষের পতাকা সাইকেলে লাগিয়ে বেরিয়ে পড়েছেন তারা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close