Uttar Dinajpur: নবনিযুক্ত ডি আই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির

আরও পড়ুন

উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা পর্ষদে বহুদিন ধরেই নেই চেয়ারম্যান। চলতি মাসের ৪ নভেম্বর অকস্মাৎ পরলোক গমণ করেন তৎকালীন ডি আই (প্রাথমিক)। ফলে আধিকারিক বিহীন হয়ে পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চাকুরিজনিত সমস্যাগুলির সুরাহা করতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয় শিক্ষকদের। এদিন জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদে ডি আই যোগদানের পর স্বভাবতই খুশি শিক্ষক মহল। মুর্শিদাবাদের কাঁদি সাব ডিভিশনের এ আই (মাধ্যমিক) হিসেবে কর্মরত দুলাল সরকারকে নিয়োগ করা হয় উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা পর্ষদের ডি আই হিসেবে। আজ তারই সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান ছাড়াও উপস্থিত ছিলেন শামিম আলম, লিয়াকত হোসেন, আনোয়ার হোসেন-সহ বিশিষ্ট শিক্ষকেরা। পুষ্প স্তবকের মাধ্যমে বরণ করে নেন নব নিযুক্ত ডি আই প্রাথমিককে। এই সম্পর্কে গৌরাঙ্গ চৌহান কি কি বলেছেন শোনাব-

জেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধনে সচেষ্ট থাকবেন ও শিক্ষকদের সমস্যা গুলির দ্রুত সুরাহা করতে সচেষ্ট হবেন বলে জানান নব নিযুক্ত ডি আই প্রাথমিক দুলাল সরকার। তিনি কি কি বলেছেন শুনে নেব-

তবে উত্তর দিনাজপুরের প্রাইমারি ডি আই পদে কাজে যোগ দিতে এসে রীতিমতো উচ্ছ্বসিত দুলাল সরকার। তাতে এই জেলার শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষক সংগঠন সম্পর্কে উন্নত ধারনা যে বৃদ্ধি পেল, তা এককথায় বলা যায়।

উত্তর দিনাজপুরের অফিসপাড়া কর্ণজোড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close