ডালখোলা শহর নাগরিক কমিটির ডাকা বুধবারের ২৪ ঘন্টার ডালখোলা বনধ-এ দোকানপাট, ব্যাংক, কারখানা বন্ধ রয়েছে। এদিন ব্যাংকের সামনে গিয়ে দেখা গেল ব্যাংককর্মীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। পাশাপাশি অর্ধেকটা খোলা দোকানও অনুরোধ করে বন্ধ করে দেয়া হয়।
উত্তর দিনাজপুরের বাণিজ্য শহর ডালখোলা থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।