বুধবার নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে রায়গঞ্জ ডিপো তে একটি অবস্থান বিক্ষোভ করা হয়।
প্রসঙ্গত, এরই পাশাপাশি নয় দফা দাবি- সহ দাবিপত্র পেশ করা হয় এন বি এস টি সি, রায়গঞ্জ ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার এর নিকট। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কে বেসরকারিকরণ করা চলবে না এবং সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, প্রমোশনযোগ্য শূন্য পদ গুলি প্রমোশন দিয়ে পূর্ণ করতে হবে, শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে প্রভৃতি দাবি গুলি কে সামনে রেখে এদিনের কর্মসূচি পালন করা হয়।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।