Uttar Dinajpur : চার দফা দাবি সহ ডেপুটেশন নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে

আরও পড়ুন

সোমবার উত্তর দিনাজপুৰ নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল কাটিহার ডিভিশনের ডি আর এম কে। এদিন রায়গঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজারের মাধ্যম দিয়ে কাটিহার ডিভিশনের ডি আর এম কে ৪ দফা দাবী সহ দাবীপত্র প্রদান করে সংগঠনের সদস্যরা।

মূলত রাধিকাপুর এক্সপ্রেসে র জেনারেল কামরা কমানো র বিরুদ্ধে, প্লাটফর্মে সাধারণ মানুষ দের হয়রানি রুখতে, ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি তে এদিন ডেপুটেশন দেওয়া হয় বলে জানিয়েছেন উদ্যোক্তা রা। উপস্থিত ছিলেন তপন বর্মন, গোপাল দেবনাথ, গোবিন্দ পাল, সিরাজুল ইসলাম, লিটন বর্মন প্রমুখ।

উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close