Uttar Dinajpur : আবাস যোজনায় গরিব মানুষদের নাম তোলার উদ্যোগ দিদির দূতের

আরও পড়ুন

পঞ্চায়েত সদস্যকে টাকা দিয়েও প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ গেছে। এমনই অভিযোগের মুখোমুখি হতে হয়েছে দিদির দূত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাদের।

দিদির দূতের নেতারা জানিয়েছেন- আবাস যোজনা নিয়ে গ্রামের মানুষের কিছু ক্ষোভ আছে। আগামীতে তারা যেনও তালিকাভুক্ত হন সেব্যাপারে তারা উদ্যোগ নেবেন। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর -১ নম্বর ব্লকের ধরমপুর-১নম্বর গ্রাম পঞ্চায়েতের জিন্নাতপুর গ্রামে গিয়েছিলেন জেলা পরিষদ সদস্য গোলাম রসুল এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শচীন সিংহ রায় -সহ তৃণমূল কংগ্রেস নেতারা। নেতাদের সঙ্গে অসংখ্য কর্মী সমর্থক থাকায় অসহায় মানুষজন তাদের সামনে মুখ খুলতে পারেননি।

লক্ষ্মীর ভান্ডার থেকেও অনেক গ্রামবাসী বঞ্চিত বলে জানিয়েছেন গোলাম রসুল। দিদির দূত যে পোর্টাল আছে সেখানে বঞ্চিতদের নাম পাঠানোর জন্য তারা উদ্যোগ নেবেন। এই কর্মসূচিকে গ্রামবাসীরা ভালোভাবে গ্রহণ করেছেন। তবে বিভিন্ন জায়গায় যেসমস্ত নেতাদের বিক্ষোভের সন্মুখীন হতে হচ্ছে সেটা বিজেপির তৈরি করা বলে জেলা পরিষদ সদস্য গোলাম রসুল অভিযোগ করেন।

উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থেকে উত্তম পালের রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close