Uttar Dinajpur: চাকরির নামে টাকা হাতানোয় নেতার বিরুদ্ধে মামলা

আরও পড়ুন

প্রায় ছয় লক্ষ টাকা নিয়ে চাকরি না দেওয়ায় তৃণমূলের হিন্দি সেলের নেতার বিরুদ্ধে এফআইআর করলেন মন্টু মাহাতো। উল্লেখ্য, মন্টু মাহাতো, যিনি রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল কংগ্রেস হিন্দি সেলের সাধারণ সম্পাদক বলেও জানান, তার অভিযোগ- তৃণমূল কংগ্রেস জেলা হিন্দি সেলের সভাপতি অরবিন্দ সিং চাকরি পাইয়ে দেওয়ার নাম করে গৌরাঙ্গ চৌহানেকে দিতে হবে বলে তার কাছ থেকে টাকা তোলেন ও পরবর্তীতে চাকরি না হওয়া সত্ত্বেও সেই টাকা ফেরত দেয়নি। তিনি এবিষয়ে লিখিত আকারে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি ও শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের বিধায়ককে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারী মন্টু মাহাতো অসুস্থ থাকায় ‘টাইমস ফোর্টিন বাংলা ‘-কে কি জানিয়েছেন শুনুন-

 

অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহানের নাম করে টাকা তলায় তোলায় তিনি কি জানিয়েছেন শোনাব-

পাশাপাশি বিষয়টি জানার পর তিনি রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ও হিন্দি সেলের সভাপতি তথা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অরবিন্দ সিং-কে শো-কজ করেন।

অন্যদিকে অরবিন্দ সিং ‘টাইমস ফোর্টিন বাংলা’-কে বলেন- মন্টু মাহাতোকে অনেক আগেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় ও তার অভিযোগগুলি ডাহা মিথ্যে। তিনিও এবিষয়ে থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অর্থ সংগ্রহের ঘটনায় অভিযুক্ত অরবিন্দ সিং আর কি কি বলেছেন শুনে নেব-

উত্তর দিনাজপুর থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close