পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার রায়গঞ্জ এবং রাধিকাপুর রেলষ্টেশন পরিদর্শন করলেন এন এফ রেলওয়ের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা। শুক্রবার দুপুরে বিশেষ রেল গাড়িতে চেপে রায়গঞ্জ রেজিস্ট্রেশনে পৌঁছন জেনারেল ম্যানেজার। রেল দফতরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে ষ্টেশনের স্টেশনের নানান জায়গা ঘুরে দেখেন । এদিন তিনি রায়গঞ্জ রেল স্টেশনের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরিদর্শন শেষে জেনারেল ম্যানেজার সাংবাদিকদের জানান, রায়গঞ্জ স্টেশনের যাত্রী শেড, শৌচালয়-সহ বেশ কিছু যাত্রী স্বাচ্ছন্দের উন্নতিসাধন করা হবে। রেলের জমিতে জবর দখলদারদের উচ্ছেদ করে আধুনিক পার্কিং-এর জায়গা সহ যাত্রীদের জন্য খাবারের ব্যাবস্থা করা হবে। রায়গঞ্জের সাংসদ এবং বিধায়ক বেশ কিছু প্রস্তাব তার হাতে তুলে দিয়েছেন, সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা। রায়গঞ্জ ষ্টেশন পরিদর্শনের পর তিনি বিশেষ ট্রেনেই ভারত বাংলাদেশ সীমান্তের প্রান্তিক রেলস্টেশন রাধিকাপুরে পৌঁছন। ইতিমধ্যে বাংলাদেশে মাল গাড়িতে চাপিয়ে পণ্য রফতানি শুরু হয়েছে। এই ট্রেন চলাচল শুরু হলেও বি এস এফের ট্রেন তল্লাশীর জন্য আজও কোনও প্ল্যাটফর্ম তৈরি হয়নি। খোলা আকাশের নীচেই বি এস এফের জওয়ানদের ট্রেন তল্লাশী চালাতে হয়। বি এস এফের সুবিধার জন্য সীমান্তে জিরো পয়েন্টে কাঁটা তারের বেড়ার ওপারে এবং এপারে দুটি ছোট ছোট প্ল্যাটফর্ম তৈরি করার সিদ্ধান্ত নেন। জেনারেল ম্যানেজার এদিন বিএসএফের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিশেষ ট্রেনে ফিরে যান।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও রাধিকাপুর থেকে উত্তম পাল এবং প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।