Uttar Dinajpur : স্ত্রী-কে সঙ্গে নিয়ে শশুর বাড়ি যাওয়াই কাল হল যুবকের

আরও পড়ুন

মোটর বাইকে স্ত্রী-কে সঙ্গে নিয়ে শশুর বাড়ি যাওয়াই হল কাল! নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মোটর বাইকের। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্বামী নিহত হলেও গুরুতর আহত হয়েছেন স্ত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গোঠলু মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে।

সূত্রের খবর, শুক্রবার রায়গঞ্জের দিক থেকে মোটর বাইক নিয়ে স্বামী ও স্ত্রী যাচ্ছিলেন মালদার দিকে। কিন্তু হঠাৎ গোঠলু মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে থাকা গাছে ধাক্কা মারে মোটর বাইকটি। ঘটনাস্থলে ছিটকে পড়েন বাইক চালক স্বামী ও স্ত্রী। বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোঠলু মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার ট্রাফিক পুলিশ। এরপর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে বাইক চালককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক এরপরই প্রাথমিক চিকিৎসার পর বাইক আরোহী মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। দুর্ঘটনাগ্রস্থ মোটরবাইকটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশিসূত্রে জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম সুদীপ মুর্মু, তার বাড়ি রায়গঞ্জ থানার বারোদুয়ারি এলাকায়। গুরুতর আহত মহিলার নাম রীনা সোরেন, তার বাড়ি গাজোল থানা এলাকায়। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। এদিন বারদুয়ারী থেকে মোটর বাইক নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিল ওই দম্পতি। ঘটনায় শোকের ছায়া নিতে পরিবারে।

ফোর্টিন টাইমলাইন, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close