Uttar Dinajpur: অনুগল্প লেখার প্রতিযোগিতায় বিপুল সাড়া সোমশুভ্র স্মৃতি স্ট্রিট লাইব্রেরীতে

আরও পড়ুন

অনুগল্প লিখে পুরস্কার পাওয়ার প্রবণতায় পথ দেখালো সোমশুভ্র স্মৃতি স্ট্রিট লাইব্রেরী।
সোমশুভ্র ওরফে চার্লির জন্মদিনে তাঁর স্মৃতিতে ভালোবাসায় ভরা কিছু কর্মসূচি নেওয়া হয় সোমশুভ্র স্মৃতি স্ট্রিট লাইব্রেরীতে। তার জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর একে একে উপস্থিত সকলে চার্লির স্মৃতিচারণা করেন। বিগত দিনে অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ফলপ্রকাশ করা হয় ও বিজয়ীদের সম্মানিত করা হয়। এই সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে দেবব্রত দাস বলেন, এখানে অভ্রনীল এবং মনসিজের তত্ত্বাবধানে রায়গঞ্জের সোমশুভ্র স্মৃতি স্ট্রিট লাইব্রেরী তৈরি হয়েছে। বিভিন্ন জেলা থেকে অনুগল্প লেখা নিয়ে বহু প্রতিক্রিয়া মিলেছে আগামী দিনে যেনও সোম শুভ্র স্মৃতি স্ট্রিট লাইব্রেরী মানুষের মননে পৌঁছতে পারে সেই লক্ষ্যেই আমাদের উদ্যোগ অব্যাহত। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত দেবব্রত দাস আর কি কি জানিয়েছেন শোনাব-

রায়গঞ্জের সোমশুভ্র স্মৃতি স্ট্রীট লাইব্রেরী ঘুরে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close