শনিবার থেকে নিখোঁজ ইটাহার ব্লকের বাজে দক্ষিণাল জুনিয়র হাইস্কুলে ইতিহাসের সহ-শিক্ষক সঞ্জয় কুমার পাত্র বয়স ৩৮ বছর।
উধাও শিক্ষকের বাড়ি বর্ধমানে। কিন্তু কর্মসূত্রে রায়গঞ্জের বীরনগরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
প্রসঙ্গত, ইটাহার ব্লকের বাজে দক্ষিণালে ২০১১ সালে জুনিয়র হাইস্কুলে ইতিহাসের সহ শিক্ষক পদে যোগদান করেন। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক কৌশিক দেবগুপ্ত জানান, গত শুক্রবার তিনি স্কুলে এসেছিলেন,শনিবার থেকে তিনি আর স্কুলে আসছেন না। সঞ্জয়বাবুর স্ত্রী এই বিষয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই বিবাদ লেগে থাকতো। দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে এই বিবাদ চলছিল। ঠিক কি কারনে তাদের মধ্যে অশান্তি ছিল তার সঠিক কারণ জানা যায়নি। তবে পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি সঞ্জয়বাবুকে খুঁজে বার করার জন্য সব রকমের চেষ্টা জারি রেখেছে।
ফোর্টিন টাইমলাইন ,রায়গঞ্জ ।