বৃহস্পতিবার একটি অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোমিও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করল রামকৃষ্ণ মিশনের রায়গঞ্জ শাখা।
সূত্রের খবর ,বরাবরই বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই আশ্রম। একের পর এক বিভিন্ন সেবা মূলক কাজের নজির গড়ে তুলেছে তারা। ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়া,দুস্থ দের শীত বস্ত্র বিতরণ করা , এসবের পাশপাশি এবার তাদের নতুন উদ্যোগ – একটি বিনামূল্যে হোমিও দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন। একটি অনারম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চিকিৎসা কেন্দ্রটির উদ্বোধন করা হলো আজ।অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের রায়গঞ্জ শাখার অধ্যক্ষ স্বামী পরেশাত্মনন্দজী মহারাজ, রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি প্রমূখ । বর্তমানে চিকিৎসক শান্তি মুখার্জি রোগী দেখলেও পরে আরো চিকিৎসক বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানান রামকৃষ্ণ মিশনের উদ্যোক্তারা।সম্পূর্ণ ভক্তদের অর্থানাকুল্যে চলবে এই হোমিও চিকিৎসা কেন্দ্। এখানে রোগী দেখা ও ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান মিশনের অধ্যক্ষ।
উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট ,টাইমস ফোর্টিন বাংলা।