মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের জলস্বপ্ন প্রকল্পের অধীন পালইবাড়ি জল প্রকল্পের উদ্বোধন করলেন ইটাহারের বিধায়ক। বুধবার উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের সুরুন ২নম্বর অঞ্চলের পালইবাড়ি এলাকায় বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েত দফতরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছিলেন সুরুন ২ নম্বর অঞ্চলের মানুষজন। ফলে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এলাকার সাধারণ মানুষদের জন্য পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন বিধায়ক মোশারফ হোসেন। দরবার করেন রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরেও। বিধায়কের আবেদনে মান্যতা দিয়ে রাজ্য সরকারের বিশুদ্ধ পানীয় জল প্রকল্প বাস্তবায়নে প্রায় তিন কোটি টাকা অধিক অর্থ বরাদ্দ করে।
উল্লেখ্য, এদিন পালইবাড়ি এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জল প্রকল্পের ফিতে কেটে উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। বিধায়কের এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষেরা । বিধায়ক ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্যা বিউটি বেগম, গ্রাম পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুন, বিশিষ্ট ব্যক্তিত্ব যোগেন্দ্র নাথ রায়, কার্তিক দাস, পলাশ রায়, আমজাদ হুসেন আলি-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ফোর্টিন টাইমলাইন,ইটাহার, উত্তর দিনাজপুর।