সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে জনসংযোগ কর্মসূচি শুরু করল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ।
প্রসঙ্গত,মঙ্গলবার রাতে রায়গঞ্জের ২৭ নম্বর ওয়ার্ডের দেবীনগর কালী বাড়িতে রায়গঞ্জ থানা-পুলিশের তরফে এই জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে ওই ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে দেবীনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠে বৈঠক করেন পুলিশের কর্মকর্তারা। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি রিপন বল, রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন, রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর প্রসেনজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।
রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।