সারা দেশের বিভিন্ন প্রান্তে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের মধ্যে বিবাহের প্রবণতা কমাতে সরকারি স্তরে চেষ্টা চলছে। বিদ্যালয়, কলেজে, বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করানো হচ্ছে। নাটক, নৃত্য, কর্মশালা আয়োজিত হয়ে চলেছে নিয়মিত। বুধবার দুপুরে আরও বেশি সাধারণ ছেলে-মেয়েদের মধ্যে বাল্য বিবাহের কুফল নিয়ে আলোচনা করতে একটি একদিনের কর্মশালা অনুষ্ঠিত হ’ল ইটাহারের দুর্গাপুর বালিকা বিদ্যালয়ে। এদিন ওই স্কুলের সভাকক্ষে এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির পড়ুয়ারা। কর্মশালার শুরুতে শিক্ষিকাদের পক্ষ থেকে পড়ুয়াদেরকে বাল্য বিবাহের বিরুদ্ধে আলোচনার সূত্রপাত করানো হয়। এরপর পড়ুয়াদেরকে উদাহরণ-সহ কম বয়সে বিয়ের কুফল নিয়ে আলোচনা করেন ইটাহার ব্লক প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন সিনির ব্লক কো-অরডিনেটর, পকসো আইন বিশেষজ্ঞ ও স্কুলের কন্যাশ্রী নোডাল শিক্ষিকারা।
ইটাহারের দুর্গাপুর বালিকা বিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।