বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার সংগ্রহালয়ে পালিত হল আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট তারকনাথ চন্দ, তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক অভিজিত বিশ্বাস, বিশিষ্ট শিক্ষাবিদ তথা ইতিহাসবিদ ও সমাজসেবী ডক্টর বৃন্দাবন ঘোষ, উত্তর দিনাজপুর হেরিটেজ সোসাইটির সভাপতি বিজয় সরকার, হিস্টরিকাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর এর সম্পাদক সোমনাথ সিংহ প্রমুখ এছাড়াও নীলিমা বর্মন-সহ অন্যান্য শিল্পী সমন্বয়ে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
প্রসঙ্গত, এদিন উপস্থিত ইতিহাস প্রেমী মানুষদের সামনে প্রত্যেকে তুলে ধরেন এই একটি বিশেষ দিন পালন করলেই শুধু হবে না, পুরনো জিনিস সংগ্রহ করলে তাতে করে ফুটে উঠবে ইতিহাস। ভবিষ্যত প্রজন্ম এই ইতিহাস সম্পর্কে জানতে পারবে, সমৃদ্ধ হবে ও তারাও এগিয়ে আসবে নানান সাধারণ থেকে অমূল্য জিনিস সংগ্রহে। তারকনাথ চন্দ বলেন- আমরা বাড়িতেও নানান পুরনো জিনিস না ফেলে সেগুলো রেখে দি। উদাহরণস্বরূপ তিনি মাটির কলসির কথা বলেন, যে মাটির কলসির ব্যবহার কমে গেলেও এখনো অনেক বাড়িতেই সেটি দেখা যায়।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।