সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে পারে একমাত্র আমাদেরই দল, যে কারণে দিদির সুরক্ষা কবচ জেলায় জেলায় মানুষের কাছে যাচ্ছে। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অডিটোরিয়াম হলে বক্তব্য রাখতে এসে এমনই মন্তব্য করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন প্রজাপতি সিনেমা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন- অশনি সংকেত কি, মিঠুন কি বলেছেন তা আমার জানা নেই বলে মন্তব্য করেন চন্দ্রিমা।
তিনি আরও বলেন,কর্মসূচিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা, মন্ত্রীরা গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়াকে খারাপভাবে দেখছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। মঙ্গলবার রায়গঞ্জ অডিটোরিয়ামে পঞ্চায়েতি সভা কর্মসূচিতে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদেবী জানান, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গত ১ নভেম্বর থেকে পঞ্চায়েতি সভা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এমনই একটি দল, যেখানে মানুষ তার সমস্যার কথা জানাতে পারেন। কাজ করতে গিয়ে কিছু সুবিধা-অসুবিধা হতেই পারে। এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষ বলার সুযোগ পাচ্ছেন। নেতা মন্ত্রীদের আক্রান্ত হওয়ার মত কোনও ঘটনা ঘটেনি। রাজ্যে একাধিক দুর্নীতি প্রকাশ্যে আসায় তৃণমূল কংগ্রেসের জনসমর্থন হারাচ্ছে, এই দাবি মানতে চাননি মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবি, জনসমর্থন অটুট আছে বলেই মানুষ বারে বারে তৃণমূল কংগ্রেসকে রাজ্যে ক্ষমতায় নিয়ে আসছেন। কাজ করতে গিয়ে কোনও সমস্যা আছে কি না সেটা জানার জন্যই দিদির সুরক্ষা কবচ নামে এই কর্মসূচি দেওয়া হয়েছে। ভাল কাজের জন্য শুধু ভাল ভাল কথা শুনে আসবে এটা হতে পারে না।
রায়গঞ্জ কর্ণজোড়ার অডিটোরিয়াম হল থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।