উচ্চমাধ্যমিকের ফলাফলে উত্তর দিনাজপুর জয় জয় কার

আরও পড়ুন

শুক্রবারে প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে সাফল্যের নজির গড়ল উত্তর দিনাজপুরের জেলার সদর শহর রায়গঞ্জ সহ হেমতাবাদ ব্লক।

২০২২ সালে উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে ষষ্ঠস্থান অধিকার করেছে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ-এর ছাত্রী স্নেহা দাস এবং হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিতেশ বসাক। স্নেহার ও জিতেশের প্রাপ্ত নম্বর ৪৯৩

পাশাপাশি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ-এর ছাত্র সম্পদ রায় অষ্টমস্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর ৪৯১। একইসঙ্গে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল-এর ছাত্রী অনিন্দিতা দাস দশম স্থান অধিকার করেন। তারসঙ্গে প্রাপ্ত নম্বর ৪৮৯

 

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close