শুক্রবারে প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে সাফল্যের নজির গড়ল উত্তর দিনাজপুরের জেলার সদর শহর রায়গঞ্জ সহ হেমতাবাদ ব্লক।
২০২২ সালে উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে ষষ্ঠস্থান অধিকার করেছে দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ-এর ছাত্রী স্নেহা দাস এবং হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিতেশ বসাক। স্নেহার ও জিতেশের প্রাপ্ত নম্বর ৪৯৩
পাশাপাশি দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ-এর ছাত্র সম্পদ রায় অষ্টমস্থান অধিকার করেছেন। তার প্রাপ্ত নম্বর ৪৯১। একইসঙ্গে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল-এর ছাত্রী অনিন্দিতা দাস দশম স্থান অধিকার করেন। তারসঙ্গে প্রাপ্ত নম্বর ৪৮৯