অগুণতি মানুষের মাঝে করনদিঘি হাইস্কুলের মাঠে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে করণদিঘিতে পা রেখেই বুঝতে পারলেন- তিনি যারপর নাই সম্মানিত। রীতিমতো হাত নেড়ে অভিবাদন জানালেন উপস্থিত সকলকে। এদিন মঞ্চে উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ্যা পম্পা পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় মালা পড়িয়ে সম্মান জানান। উপস্থিত স্থানীয় বিধায়ক গৌতম পাল-সহ সম্মানীয় অতিথিবৃন্দ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে মঞ্চে সাদর আমন্ত্রণ জানান।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে বিশেষ প্রতিনিধি এবং নিজস্ব প্রতিনিধি অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।