নবাগত ছাত্রছাত্রীদের হাতে রাখী বাঁধার পাশাপাশি উপহার হিসেবে কলম তুলে দিয়ে শুক্রবার নবীনবরণ উৎসব পালিত হল কালিয়াগঞ্জ কলেজে। এদিন দুপুরে কলেজ ময়দানে প্রদীপ প্রজ্বলনের পর নবীনবরণ অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য পেশ করেন কলেজের অধ্যক্ষ ডক্টর পীযুষকুমার দাস। সন্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, পুরপ্রধান রামনিবাস সাহা, উপ পুরপ্রধান প্রমুখ। নবীনবরণের উদ্বোধনী অনুষ্ঠানের পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। একটি জনপ্রিয় ব্যাণ্ড এদিন কালিয়াগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ পীযূষকুমার দাস।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।