শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কাল মার্কস এর জন্মতিথি পালন করলেন রায়গঞ্জের বিশিষ্ট ক্রীড়ামোদী পার্থসারথি মিত্র। তিনি ফুটবলের কোচ বাবলু মহম্মদের সঙ্গে দেখা করে ৬৫ জন খুদে খেলোয়াড়ের হাতে জলের বোতল, নরম পানীয়, মিষ্টি তুলে দেন। তাঁর পেশাগত অর্জিত অর্থ থেকে ফুটবল কেনার জন্য সাধ্যমত দানও করেছেন পার্থবাবু।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।
.