আয়কর দফতরের হানা চলাকালীন-ই রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির অভ্যন্তরে প্রবেশ করলেন। ফিরেও এলেন শূন্য হাতেই ! তবে সাংবাদিকদের সামনে কোনও মন্তব্য করলেন না রায়গঞ্জ কোতয়ালি থানার ইন্সপেক্টর ইনচার্জ সৌরভবাবু। সাংবাদিকরা তাঁর কাছে জানতে চান- তাঁকে কি আয়কর দফতরের অফিসাররা ডেকেছিলেন কৃষ্ণবাবুর নেতাজি সুভাষ রোডের বাসভবনে ? নাকি তিনি স্বেচ্ছায় এসেছিলেন? যদিও উত্তর দিনাজপুরের জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সামনে কার্যত কোনও কথা না বলেই হন হন করে নিজের গাড়িতে উঠে যান আই সি সৌরভ। যদিও বিরোধীরা বলছেন- বিধায়কের হৃদয়ে সাহস যোগাতেই নাকি রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেনের কল্যাণী বাড়িতে আগমন! যদিও সঠিক বিষয়টি জানতে কৌতূহলী রায়গঞ্জের সাধারণ মানুষ।
এদিন বিকেল চারটে নাগাদ দ্বিতীয়বারের জন্য বিধায়ক কৃষ্ণ বাবু, তার বাড়ির দোতলার বারান্দায় বেড়িয়ে অনুগামীদের উদ্দেশে জিন্দাবাদ ধ্বনিতে শুন্যে হাত ছুড়ে অভিনন্দন জানান।
কল্যাণী বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।