Uttar Dinajpur: ছট পুজো উপলক্ষে সামগ্রী বিতরণ বিধায়কের

আরও পড়ুন

কালীপুজো সাঙ্গ হয়েছে,ছট পুজোর আর বেশি দেরি নেই, ইতিমধ্যেই কুলো, নারকোল এবং রঙিন শাড়ি বিতরণ করলেন করণদিঘির বিধায়ক এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ভাইস চেয়ারম্যান গৌতম পাল। করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জামান, মাদার ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শামিম ইসলাম-সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিরা, তপসিলি জাতি সেলের সভাপতি ইন্দ্রমোহন সিংহ, শ্যামলাল মাহাতো, প্রেম গোস্বামী-সহ বিভিন্ন সম্মানীয় ব্যক্তিত্ব। বুধবার করণদিঘী বিধানসভার এবং ডালখোলা পৌরসভা এলাকা সহ দুটি অঞ্চলের ছট পুজোর আয়োজন করা মানুষের মধ্যে পুজোর সামগ্রী এবং শাড়ি বিতরণের আয়োজন করেন বিধায়ক গৌতমবাবু। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিধায়ক শ্রীপাল। তবে ছট পুজোর সামগ্রী বিতরণ শুধু এবারই নয়, এর আগেও গৌতম বাবু বিভিন্ন এলাকায় করেছেন।

অন্যদিকে করণদিঘির বিধায়ক গৌতম পাল বলেন তিনি ছট পূজারী গৃহবধূদের হাতে ৩০০০ শাড়ি নারকোল বিতরণ করতে পেরেছেন।

ফোর্টিন টাইমলাইন, করণদিঘি, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close