বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে সামনে ধর্না। ঘটনায় প্রেমিকাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যাওয়ায় থানার ভেতরে ফাঁস দিয়ে আত্মঘাতী প্রেমিকা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে হেমতাবাদ থানা চত্বর এলাকায়। ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও বাড়ির লোকেরা মেয়ের মৃতদেহ না দেখতে পারায় হেমতাবাদ মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
হেমতাবাদ থানার ভেতরে গলায় ফাঁস লাগিয়ে এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। পুলিশি সূত্রে খবর- হেমতাবাদ থানার বেলতোর এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী কিশোরের সঙ্গে কালিয়াগঞ্জ থানার মাধবপুর সংলগ্ন কাশিডাঙ্গা এলাকায় বাসিন্দা ১৭ বছর বয়সী কিশোরীর দীর্ঘ দু’বছর যাবত প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বৃহস্পতিবার ওই নাবালিকা বিয়ের দাবিতে নাবালকের বাড়ির সামনে ধর্নায় বসলে হেমতাবাদ থানার পুলিশ ওই কিশোরীকে থানায় তুলে নিয়ে আসে। এরপরই বাথরুমে যাওয়ার নাম করে ওই কিশোরী বাথরুমের ভেতরে ঢুকে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাথরুমের ভেতর থেকে পুলিশ হঠাৎ শব্দ শুনতেই পেয়ে ছুটে গিয়ে দেখে ওই কিশোরী ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তখনই তড়িঘড়ি পুলিশ কিশোরীকে প্রথমে উদ্ধার করে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এরপর অবস্থার অবনতি হলে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। নাবালিকার পরিবারের সদস্যরা এই ঘটনায় হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই নাবালিকার মৃতদেহটি খোঁজ না পাওয়ায় শুক্রবার সকাল ১১ টা থেকে হেমতাবাদ মোড়ে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধের ফলে ওই রাজ্য সড়কে ব্যাপক যানযোটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসছে হেমতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী।
ফোর্টিন টাইমলাইন, হেমতাবাদ, উত্তর দিনাজপুর।