Uttar Dinajpur: উত্তর রূপাহারে নবান্নতেই মনসা পুজো !

আরও পড়ুন

শ্রাবণ মাসের সংক্রান্তিতে সারা পশ্চিমবঙ্গে মনসা পুজো পালিত হলেও এদিন এক ভিন্ন চিত্র দেখা গেল উত্তর রূপাহারের রাজবংশী অধ্যুষিত এলাকায়। এখানে রাজবংশী সম্প্রদায়ের ধর্মপ্রাণ সাধারণ মানুষকে অগ্রহায়ণ মাসের প্রথম দিনটিতে মনসা পুজো পালনের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেল। নতুন ধানের আবাহনের সঙ্গে সঙ্গে মনসা মায়ের আরাধনা করা হয় বলে জানালেন স্থানীয়রা। এটাই নাকি এখানকার প্রচলিত রীতি।
কথায় আছে, ‘বাংলার মাটিতে বারো মাসে তেরো পার্বণ পালিত হয়’। এই বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতি, উপজাতি, জনজাতি বসবাস করে। তাদের রীতিনীতি আচার-আচরণ পুজো-পার্বণ খাদ্যাভ্যাস সবই গড়ে ওঠে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গে। সেভাবেই রায়গঞ্জ শহরের উপকন্ঠে উত্তর রূপাহারে শুরু হয়েছে মনসা পুজোর প্রস্তুতি। এই পুজো ঘিরে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পী ধ্রুবজিৎ বর্মনের মধ্যে। উল্লেখ্য, এখানে প্রতিমা তৈরি করেন স্থানীয়রাই। মৃৎশিল্পী ধ্রুবজিৎ বর্মন সহ স্থানীয় বাসিন্দারা কি কি জানিয়েছেন শুনে নেব-

ত্তর দিনাজপুরের উত্তর রূপাহার থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close