স্কুল টাইমে মা-বাবার কাছে মোবাইল ফোন না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হ’ল বছর বারোর এক কিশোর। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পুরসভার সুভাষনগর এলাকায়।
সূত্রের খবর- সোনাপুরের ওই কিশোর মা-বাবার সঙ্গে পড়াশুনার সূত্রে ইসলামপুর সুভাষনগর কলোনীতে মামা বাড়িতে থাকত। সুমিত কীর্তনীয়া নামের ওই কিশোর বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ স্কুল টাইমে মা-বাবার কাছে গেম খেলার জন্য মোবাইল চাইলে না দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে স্থানীয় মানুষদের সহযোগিতায় দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়।। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি ইসলামপুর মহাকুমা হাসপাতালের পুলিশ মর্গে আনা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।